বিশ্ববিদ্যালয় জীবনের সোনালী দুপুরঃ
এই বোধ উদয়ের পরই আসে উপলব্ধি যা আমাদের জীবনের দ্বিতীয় অধ্যায়ের সূচনা করে। আমরা এই অধ্যায়ে এসে থামতে চাই, খুব ছোট ছোট ভালো লাগার জন্য কাতর হই।সুযোগ খুঁজে বেড়াই ফেলে আসা সোনালী দুপুরের কাছে সামান্য সময়ের জন্য হলেও ফেরত যেতে, জীবনের গতি আমাদেরকে থামতে দেয় না জীবনটাই থেমে না যাওয়া পর্যন্ত।